
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫ | 112 বার পঠিত | প্রিন্ট
টানা উত্থানের ধারাবাহিকতায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধনে যোগ হয়েছে আরও ৯ হাজার ৪৩৬ কোটি টাকা। গত সপ্তাহে সূচক ও মূলধন উভয়ই বড় অঙ্কে বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের গতি, যা বাজারে বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন। ফলে টানা দুই সপ্তাহে বাজার মূলধন বেড়ে দাঁড়ালো প্রায় ২০ হাজার কোটি টাকায়।
শেয়ারদরে ঊর্ধ্বমুখী প্রবণতা
গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে ২৪৩টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ১২৬টির দাম কমেছে এবং ২২টির দাম অপরিবর্তিত থেকেছে। সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ২৭ হাজার ৭৯২ কোটি টাকায়, যা আগের সপ্তাহ শেষে ছিল ৭ লাখ ১৮ হাজার ৩৫৬ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহে মূলধন বেড়েছে ১.৩১ শতাংশ।
এর আগের সপ্তাহে বাজার মূলধন বেড়েছিল ১০ হাজার ১৭৫ কোটি টাকা বা ১.৪৪ শতাংশ। অর্থাৎ টানা দুই সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ১৯ হাজার ৬১১ কোটি টাকা। যা প্রমাণ করে, তালিকাভুক্ত কোম্পানিগুলোর সম্মিলিত শেয়ারদর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
সূচকের ধারাবাহিক উত্থান
শুধু বাজার মূলধন নয়, সূচকেও দেখা গেছে বড় উত্থান।
প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৯৬.৩৩ পয়েন্ট বা ১.৭৫ শতাংশ। এর আগের সপ্তাহে বেড়েছিল ১৪২.৯৯ পয়েন্ট বা ২.৬৬ শতাংশ। তারও আগে বৃদ্ধি ছিল ২৪.৭১ পয়েন্ট বা ০.৪৬ শতাংশ। অর্থাৎ টানা তিন সপ্তাহে সূচক বেড়েছে ২৬৪.০৩ পয়েন্ট।
ডিএসই-৩০ সূচক বেড়েছে ২৫.৭৭ পয়েন্ট বা ১.১৯ শতাংশ। আগের সপ্তাহে এই সূচকের উত্থান ছিল ৬৭.৫৫ পয়েন্ট বা ৩.২৩ শতাংশ।
ডিএসই শরিয়াহ সূচক বেড়েছে ২২.৮৬ পয়েন্ট বা ১.৮৯ শতাংশ। এর আগের সপ্তাহে এটি বেড়েছিল ২৬.৮৬ পয়েন্ট বা ২.২৮ শতাংশ।
লেনদেনে গতি ফিরেছে
গত সপ্তাহে লেনদেনের পরিমাণও বেড়েছে। সপ্তাহের প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ২৯৮ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগের সপ্তাহে ছিল গড়ে ১ হাজার ১৪৫ কোটি ৯১ লাখ টাকা। অর্থাৎ দৈনিক গড় লেনদেন বেড়েছে ১৫৩ কোটি ৪৩ লাখ টাকা বা ১৩.৩০ শতাংশ।
Posted ৪:৩৮ অপরাহ্ণ | শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.