শনিবার ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

৯৫ হাজারেরও বেশি বিনিয়োগকারীর বিও শুন্য

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৬ আগস্ট ২০২৩ | 173 বার পঠিত | প্রিন্ট

৯৫ হাজারেরও বেশি বিনিয়োগকারীর বিও শুন্য

গত দেড় মাসে ৯৫ হাজারেরও বেশি বিও শুন্য। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, জুন মাসের শেষ দিন শেয়ার শূন্য বিও হিসাব ছিল ৩ লাখ ৮৬ হাজার ৩৮৫টিতে।

আর আগস্ট মাসের ১৪ তারিখ পর্যন্ত শেয়ার শূন্য বিও হিসাব দাঁড়ায় ২ লাখ ৯১ হাজার ৯১৯টিতে অর্থাৎ এই দেড় মাসে ৯৪ হাজার ৪৬৬ বিও হিসাবধারী তাদের সব শেয়ার বিক্রি করে।

এদিকে জুন মাসের শেষ কার্যদিবস ১৩ লাখ ৯৬ হাজার ০৫২টি বিও হিসাবে শেয়ার ছিল।

আগস্ট মাসের ১৪ তারিখ পর্যন্ত শেয়ার রয়েছে এমন বিও হিসাব দাঁড়ায় ১৩ লাখ ৮৯ হাজার ৯৮১টি।

অর্থাৎ এ সময়ে শেয়ার রয়েছে এমন বিও হিসাব ৬ হাজার ৭১টি কমেছে।

শেয়ারবাজারে বিনিয়োগের জন্য বিও হিসাব খুলেছেন অথচ বিনিয়োগ করেনি এমন বিও হিসাব জুন মাসের শেষ কার্যদিবস ছিল ৭৮ হাজার ৩৩৭টি। আর আগস্ট মাসের ১৪ তারিখে ব্যবহার করেনি এমন বিও হিসাব দাঁড়ায় ৬৩ হাজার ২৮৪টিতে।

এই দেড় মাসে বিনিয়োগ না করা বিও হিসাব ১৫ হাজার ০৫৩টি কমেছে। ব্যবহার না করা ১৫ হাজার ০৫৩টি বিওতে নতুন করে শেয়ার যোগ করেছেন বিনিয়োগকারীরা।

শেয়ারবাজারের পতন প্রবণতার কারণে দেড় মাসে শেয়ারবাজার ছেড়েছেন এক লাখ ১৫ হাজার ৫৯০টি বিও হিসাবধারী।

জুন মাসের শেষ কার্যদিবস শেয়ারবাজারে মোট বিও হিসাব ছিল ১৮ লাখ ৬০ হাজার ৭৭৪টি।

আর আগস্ট মাসের ১৪ তারিখ বিও হিসাব দাঁড়ায় ১৭ লাখ ৪৫ হাজার ১৮৪টিতে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৫:০৯ অপরাহ্ণ | বুধবার, ১৬ আগস্ট ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com