নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২০ মার্চ ২০২২ | 278 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলো হলো- প্রাইম ব্যাংক, যমুনা ব্যাংক এবং সোনালী আঁশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগামী ২৭ মার্চ বিকাল ৪টায় প্রাইম ব্যাংকের এবং ৩০ মার্চ বিকাল ৩টায় যমুনা ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত কোম্পানি ২টির সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হব।
এদিকে, আগামী ২২ মার্চ বিকাল সাড়ে ৪টায় সোনালী আঁশ লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা কওে প্রকাশ করা হবে। আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ৪৪ পয়সা।
শেয়ারবাজার২৪
Posted ৬:৪০ অপরাহ্ণ | রবিবার, ২০ মার্চ ২০২২
sharebazar24 | sbazaradmin
.
.