নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ | 195 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির প্রস্তাবিত নাম পরিবর্তনের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)। কোম্পানি দুইটি হচ্ছে- পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড এবং বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানি দুটির মধ্যে- ‘পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড’ এর পরিবর্তে ‘মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি’ নামকরণ করা হবে। তাছাড়াও কোম্পানির নাম পরিবর্তন করে মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি করার জন্য ডিএসই ট্রেডিং কোড ‘PAPERPROC’ এর পরিবর্তে “MAGURAPLEX” হবে এবং ১৬ মার্চ, ২০২৫ তারিখ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) কোম্পানির প্রস্তাবিত নাম পরিবর্তন অনুমোদন করেছে।
সেই অনুযায়ী, কোম্পানির নাম এবং ট্রেডিং কোড পরিবর্তন হবে, আর অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।
অপরদিকে, ‘বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড’ এর পরিবর্তে ‘মনস্পুল বাংলাদেশ পিএলসি’ নামকরণের সিদ্ধান্ত নেয় কোম্পানি। এই প্রস্তাবিত নাম, পরিবর্তনের অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)।
সেই অনুযায়ী, আগামী ১৬ মার্চ ২০২৫ তারিখ থেকে কোম্পানিটির নাম পরিবর্তন কার্যকর হবে বলে কোম্পানি জানিয়েছে। এছাড়া অন্যান্য সকল তথ্য (নাম ছাড়া) অপরিবর্তিত থাকবে।
শেয়ারবাজার২৪
Posted ১০:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.