নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১ | 305 বার পঠিত | প্রিন্ট
২৯ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে সর্বোচ্চ লেনদেন হয়েছে যে ১০ কোম্পানি সেগুলো হলো- লার্জহোলসিম বাংলাদেশ, বেক্সিমকো, অরিয়ন ফার্মা, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ড্রাগন সোয়েটার্স, শাহজি বাজার পাওয়ার, বেক্সিমকো ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং সাইফ পাওয়ার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ডিএসইতে এদিন সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের। ২৯ সেপ্টেম্বর ডিএসইতে কোম্পানিটির ২ কোটি ৩৭ লাখ ২ হাজার ৮৯২টি শেয়ার ৭ হাজার ৯৩৬ বার হাতবদল হয়, যার বাজারমূল্য
২০৪ কোটি ৬৮ লাখ ১৯০ হাজার টাকা।
লেনদেনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- বেক্সিমকোর ১১৬ কোটি ৫৫ লাখ ৭৯০ হাজার টাকার, অরিয়ন ফার্মার ১০১ কোটি ৭১ লাখ ৫৪০ হাজার টাকার, লঙ্কাবাংলা ফাইন্যান্সের ৫০ কোটি ৮৫ লাখ ৮২০ হাজার টাকার, ড্রাগন সোয়েটার্সের ৪২ কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকার, শাহজিবাজার পাওয়ারের ৪০ কোটি ৪৩ লাখ ৮০০ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৩৯ কোটি ২৭ লাখ ২৮০ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৩৭ কোটি ২৩ লাখ ৩৭০ হাজার টাকা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৩৬ কোটি ১১ লাখ ৩০০ হাজার এবং সাইফ পাওয়ারের ৩৩ কোটি ৫ লাখ ৭৪০ হাজার টাকা টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪
Posted ৭:১৮ অপরাহ্ণ | বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.