নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৪ অক্টোবর ২০২১ | 272 বার পঠিত | প্রিন্ট
২৪ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর কমার শীর্ষে যে ১০ কোম্পানি ছিল সেগুলো হলো- ফাস ফাইন্যান্স, বিবিএস, বেঙ্গল উইন্ডসোর, একটিভ ফাইন, আজিজ পাইপস, দেশ বন্ধু পলিমার, এ্যাপোলো ইস্পাত, রিংশাইন টেক্সটাইল, এএফসি এগ্রো এবং হাইডেলবার্গ সিমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, দর কমার শীর্ষে থাকা- ফাস ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের তুলনায় ৮ পয়সা বা ১০.৬৭ শতাংশ দর কমেছে সর্বশেষ ৬ টাকা ৭০ পয়সা লেনদেন হয়। এদিন ডিএসইতে এ কোম্পানির মোট ২১ লাখ ৩৭ হাজার ৫৬৯টি শেয়ার ৫৭৭ বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১ কোটি ৪৫ লাখ ৩৭ হাজার টাকা।
এরপর আজ দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে বিবিএসের। এদিন এ কোম্পানির দর আগের দিনের তুলনায় ১ টাকা ৯০ পয়সা বা ১০.৩৩ শতাংশ কমে সর্বশেষ ১৬ টাকা ৫০ পয়সা লেনদেন হয়। আজ ডিএসইতে এ কোম্পানির ৪ লাখ ৫৭ হাজার ৪২১টি শেয়ার ৪০৫ বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৭৬ লাখ ২৩ হাজার টাকা।
দর কমার অন্য ৮টি কোম্পানির মধ্যে- বেঙ্গল উইন্ডসোরের ১০ শতাংশ, একটিভ ফাইনের ৯.৯৬ শতাংশ, আজিজ পাইপসের ৯.৮৪ শতাংশ, দেশ বন্ধু পলিমারের ৯.৭৫ শতাংশ, এ্যাপোলো ইস্পাতের ৯.১৮ শতাংশ, রিংশাইন টেক্সটাইলের ৯.০৯ শতাংশ, এএফসি এগ্রোর ৮.৯০ শতাংশ এবং হাইডেলবার্গ সিমেন্টের ৮.২৩ শতাংশ দর কমেছে।
শেয়ারবাজার২৪
Posted ৪:২৯ অপরাহ্ণ | রবিবার, ২৪ অক্টোবর ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.