নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১ | 147 বার পঠিত | প্রিন্ট
১৪ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর কমার শীর্ষে যে ১০ কোম্পানি ছিল সেগুলো হলো- তমিজউদ্দিন টেক্সটাইল, পেপার প্রোসেসিং, জুট স্পিনার, মুন্নু স্পুল ম্যানুফ্যাকচার, এএমসিএল (প্রাণ), ফার্মা এইড, লিনডে বিডি, ডুলামিয়া কটন, সাভার রিফ্যাক্টরিস এবং এপেক্স টেনারী লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, দর কমার শীর্ষে থাকা- তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ৯.৭০ শতাংশ দর কমেছে সর্বশেষ ১৬২ টাকা ৯০ পয়সা লেনদেন হয়। এদিন ডিএসইতে এ কোম্পানির মোট ২৩ হাজার ৭৭৯টি শেয়ার ২৪৪ বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৪০ লাখ ১ হাজার টাকা।
এরপর আজ দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে পেপার প্রোসেসিংয়ের। এদিন এ কোম্পানির দর আগের দিনের তুলনায় ১৭ টাকা ৬০ পয়সা বা ৮.১৫ শতাংশ কমে সর্বশেষ ১৯৮ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়। আজ ডিএসইতে এ কোম্পানির ১ লাখ ৮৩ হাজার ৬২০টি শেয়ার এক হাজার ২৯১ বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৩ কোটি ৬৯ লাখ ১৫ হাজার টাকা।
দর কমার অন্য ৮টি কোম্পানির মধ্যে- জুট স্পিনারের ৭.৬৪ শতাংশ, মুন্নু স্পুল ম্যানুফ্যাকচারের ৭.০৬ শতাংশ, এএমসিএলের ৬.৩১ শতাংশ, ফার্মা এইডের ৫.৭৩ শতাংশ, লিনডে বিডির ৫.৭১ শতাংশ, ডুলামিয়া কটনের ৫.৫২ শতাংশ সাভার রিফ্যাক্টরিসের ৫.৩১ শতাংশ এবং এপেক্স টেনারীর ৫.২০ শতাংশ দর কমেছে।
শেয়ারবাজার২৪
Posted ৬:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.