নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৩ নভেম্বর ২০২১ | 172 বার পঠিত | প্রিন্ট
০৩ নভেম্বর বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে ছিল যে ১০ কোম্পানি সেগুলো হলো- বিডি ল্যাম্পস, জেমিনি সি ফুড, ফার্মা এইড, কাট্টালি টেক্সটাইল, ঢাকা ডাইং, দেশ গার্মেন্টস, ন্যাশনাল ফিড মিল, আনলিমা ইয়ার্ন, বাংলাদেশ ন্যাশনাল হাউজিং এবং এমবি ফার্মা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ০৩ নভেম্বর বুধবার ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে অবস্থান করছে বিডি ল্যাম্পস। এদিন এ কোম্পানির দর আগের দিনের তুলনায় বেড়েছে ১৮ টাকা ৬০ পয়সা বা ৯.৯৬ শতাংশ দর বেড়ে সর্বশেষ ২০৫ টাকা ৪০ পয়সা লেনদেন হয়। ০৩ নভেম্বর এ কোম্পানির ২ লাখ ৪৯ হাজার ৪৭৫ টি শেয়ার ১ হাজার ১৯৮ বার হাতবদল হয়, যার বাজারমূল্য ছিল ৫ কোটি ৬ লাখ ৪ হাজার টাকা।
দর বৃদ্ধির ক্ষেত্রে ২ নম্বরে ছিল জেমিনি সি ফুডের। এদিন এ কোম্পানির দর ১৭ টাকা ৯০ পয়সা বা ৮.৭৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২২২ টাকা ৭০ পয়সা। ৩রা নভেম্বর এ কোম্পানির ১ লাখ ৯১ হাজার ১৩৪ টি শেয়ার ৬৭৮ বার হাতবদল হয়, যার বাজারমূল্য ছিল ৪ কোটি ২৫ লাখ ১৮ হাজার টাকা।
দর বৃদ্ধিতে প্রথম ১০টির অন্য ৮টির মধ্যে- ফার্মা এইডের ৭.৪৯ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৭.৪৯ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৭.২৩ শতাংশ, দেশ গার্মেন্টসের ৬.৯২ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৬.৬৭ শতাংশ, আনলিমা ইয়ার্নের ৫.৮৪ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল হাউজিংয়ের ৫.৮০ শতাংশ এবং এমবি ফার্মার ৫.২৫ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজার২৪
Posted ৬:০২ অপরাহ্ণ | বুধবার, ০৩ নভেম্বর ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.