নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১ | 178 বার পঠিত | প্রিন্ট
০২ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার অংকে সর্বোচ্চ লেনদেন হয়েছে যে ১০ কোম্পানি সেগুলো হলো- বেক্সিমকো, আইএফআইসি ব্যাংক, আলিফ ম্যানুফ্যাকচার, ম্যাকসন্স স্পিনিং, ওরিয়ন ফার্মা, মালেক স্পিনিং, বেক্সিমকো ফার্মা, বিট্রিশ আমেরিকান টোব্যাকো, সাইফ পাওয়ার এবং লাফার্জহোল সিম বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ডিএসইতে এদিন সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। ২রা নভেম্বর ডিএসইতে কোম্পানিটির ৭৬ লাখ ২৩ হাজার ৫৫৭টি শেয়ার ৫ হাজার ৫৭১ বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১২৪ কোটি ৬৩ লাখ ৩৫০ হাজার টাকা।
লেনদেনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- আইএফআইসি ব্যাংকের ৭১ কোটি ৩৭ লাখ ৪১০ হাজার টাকার, আলিফ ম্যানুফ্যাকচারে ৫৩ কোটি ৭৫ লাখ ৭৪০ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ৫৩ কোটি ৬২ লাখ ৬৯০ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৪৫ কোটি ৭৯ লাখ ২৭০ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ৪৫ কোটি ১০০ হাজার টাকা, বেক্সিমকো ফার্মার ৩৮ কোটি ৫ লাখ ৯৯০ হাজার টাকার, বিট্রিশ আমেরিকান টোবাকোর ৩৩ কোটি ৩৩ লাখ ৪৩০ হাজার টাকার, সাইফ পাওয়ারের ৩২ কোটি ৮২ লাখ ৭৩০ হাজার টাকার এবং লার্জহোল সিম বাংলাদেশের ২৪ কোটি ২৭ লাখ ৪৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪
Posted ৭:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.