নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২ | 282 বার পঠিত | প্রিন্ট
রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ২৮ এপ্রিল স্পট ও ব্লক মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক লিমিটেড। রেকর্ড ডেটের কারণে আগামী ৫ মে এ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এ ব্যাংকের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১২.৫ শতাংশ ক্যাশ ও ১২.৫ শতাংশ স্টকসহ মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সর্বশেষ বছরে সিটি ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে পাঁচ টাকা ১৫ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস হয়েছিল চার টাকা ০৯ পয়সা। এককভাবে ব্যাংকটির ইপিএস হয়েছে চার টাকা ৪৪ পয়সা। যা আগের বছর একই সময় ছিল তিন টাকা ৭৬ পয়সা।
আগামী ১২ জুন ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
শেয়ারবাজার২৪
Posted ২:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
sharebazar24 | sbazaradmin
.
.