নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৮ মার্চ ২০২৩ | 242 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আরও দেখুন : ডিএসইর এই মুহুর্তের লেনদেন চিত্র
জানা যায়, ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত সোনালী আঁশের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন (অক্টোবর-ডিসেম্বর’২২) অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ১৩ পয়সা।
গত বছর একই সময়ে যার শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৮৩ পয়সা।
এদিকে, প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩ পয়সা।
আগের বছর একই সময়ে যার শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ২৭ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৫৩ টাকা ৩৭ পয়সা।
আগের বছর একই সময়ে যার শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) ছিল ৭ টাকা ৯০ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৩০ টাকা ৬১ পয়সা।
গত বছর একই সময়ে যার শেয়ারপ্রতি কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২২৮ টাকা ৫৮ পয়সা।
উল্লেখ্য, কোম্পানিটি ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১০০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় ৩ টাকা ৯২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) ২২৮ টাকা
শেয়ারবাজার২৪
আরও পড়ুন : ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুকে ডিএসই’র চেয়ারম্যান নির্বাচিত
আরও পড়ুন : শেয়ারবাজার ঝুঁকিপূর্ণ হওয়ায় জেনে বুঝে বিনিয়োগ করা উচিত : ড. শেখ শামসুদ্দীন আহমদ
Posted ২:০৪ অপরাহ্ণ | বুধবার, ০৮ মার্চ ২০২৩
sharebazar24 | sbazaradmin
.
.