নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪ | 186 বার পঠিত | প্রিন্ট
সপ্তাহের শেষ কর্মদিবসে সূচক টেনে ধরার চেষ্টা করেছে ৬ কোম্পানি। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বড়েছে ৬০.৬৫ পয়েন্ট। একই সঙ্গে টাকার অংকে লেনদেন বেেেড়ছ। বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, বিকন ফার্মা, পূবালী ব্যাংক, শাহজালাল ব্যাংক এবং সী পার্ল রিসোর্ট লিমিটেড।
আজ এসব কোম্পানির শেয়ারদর কমাতে ডিএসইর সূচক কমেছে প্রায় ৬ পয়েন্ট। যেখানে কোম্পানিগুলোর এর আগে ডিএসইর সূচক তুলতে ইতিবাচক ভূমিকা পালন করেছে।
আজ ডিএসইর সূচক থামানোর প্রক্রিয়ায় সবচেয়ে বেশি দায় ছিল স্কয়ার ফার্মার। কোম্পানিটির শেয়ারদর আজ কমেছে ৭০ পয়সা। যে কারণে ডিএসইর সূচক নেতিবাচক রাখতে কোম্পানিটির দায় ছিল প্রায় ২.০৩ পয়েন্ট।
একইভাবে ডিএসইর সূচক উত্থান কমিয়েছে আজ বেক্সিমাকো ফার্মা ০.৭৯ পয়েন্ট, বিকন ফার্মা ০.৭৭ পয়েন্ট, পূবালী ব্যাংক ০.৭১ পয়েন্ট, শাহজালাল ব্যাংক ০.৫৯ পয়েন্ট এবং সি পার্ল বিচ রিসোর্ট ০.৫৮ পয়েন্ট।
শেয়ারবাজার২৪
Posted ৫:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪
sharebazar24 | sbazaradmin
.
.