নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৪ জানুয়ারি ২০২৪ | 183 বার পঠিত | প্রিন্ট
আজ ১৪ জানুয়ারি সূচকের পতনেও টাকার অংকে লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারের এসএমই মার্কেটে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়।
পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা যায়।
কিন্তু দুপুর সাড়ে ১২টার পর পতনের মাত্রা বেড়ে যায়। দিনশেষে সূচকের পতনেও টাকার অংকে লেনদেন বেড়েছে।
বাজার পর্যলোচনায় দেখা যায়, আজ ১৪ জানুয়ারি এসএমইর প্রধান সূচক ডিএসএমইএক্স আগের দিনের তুলনায় ৩২.০১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৪১.৪০ পয়েন্টে।
আজ এসএমইতে লেনদেন হওয়া ১৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩টি, কমেছে ১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১টির।
এদিন এসএমইতে ৯৪ লাখ ৫৪ হাজার ৬৯০টি শেয়ার ৪ হাজার ৭৯৪বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২৭ কোটি ৭২ লাখ ৮০ হাজার টাকা।
গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২১ কোটি ৭৫ লাখ ৫১ হাজার টাকার। সে হিসেবে লেনদেন বেড়েছে ৫ কোটি ৯৭ লাখ ৩৬ হাজার টাকা।
আজ এসএমইর বাজার মূলধন দাঁড়িয়েছে ২ হাজার ৫১৩ কোটি ৪৯ লাখ ৩৬ হাজার টাকা। সে হিসেবে বাজার মূলধন কমেছে ৩৮ কোটি ১৭ লাখ ১৪ হাজার টাকা।
আজ এসএমইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে হিমাদ্রী।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৭৪ টাকা ৯০ পয়সা বা ৩.৭৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৭ টাকা ৯০ পয়সায়।
দর বৃদ্ধি হওয়া দ্বিতীয় স্থানে থাকা মামুন অ্যাগোর ৪০ পয়সা বা ১.৪৪ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ২৮ টাকা ১০ পয়সা।
দর কমার শীর্ষে ছিল এগ্রো অর্গানিকা। আজ এ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৯৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৩ টাকা ৫০ পয়সা।
আজ ডিএসএমইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অ্যাগ্রো অর্গানিকার।
এদিন ডিএসএমইতে কোম্পানিটির ১৭ লাখ ৬১ হাজার ৭৩৪টি শেয়ার ১ হাজার ৮৪৯বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৬ কোটি ৪৭ লাখ ২৭ হাজার টাকা।
শেয়ারবাজার২৪
Posted ৮:৫৪ অপরাহ্ণ | রবিবার, ১৪ জানুয়ারি ২০২৪
sharebazar24 | sbazaradmin
.
.