শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

সূচকের পতনেও লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ | 186 বার পঠিত | প্রিন্ট

সূচকের পতনেও লেনদেন বেড়েছে

আজ ২০ জুলাই সূচকের পতনেও লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের অস্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। দিনশেষে সূচকের পতন হলেও টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০০ শতাংশ বা ০.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৬৫.৬০ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৩.১৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৬.৭৯ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৬ টির, কমেছে ৯৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৩.৩৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ২২ কোটি ৮৪ লাখ ৮৭ হাজার ২৫৫টি শেয়ার ২ লাখ ০৪ হাজার ৫৭৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯৪৭ কোটি ০২ লাখ ০৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৯ জুলাই ডিএসইতে ২২ কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৭৮৮টি শেয়ার ১ লাখ ৮৯ হাজার ১৬২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৭৭ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৬৯ কোটি ৬৬ লাখ ১৮ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০২ শতাংশ বা ৪.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৭৮৪.৩৫ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২১৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৬টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৯ কোটি ২৮ লাখ ৫৪ হাজার ৭৮৯ টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০ কোটি ৫৩ লাখ ৪৮ হাজার ৮৬৪ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৮ কোটি ৭৫ লাখ ০৫ হাজার ৯২৫ টাকা।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com