সোমবার ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শেয়ার কারসাজির দায়ে আবারও জরিমানা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ | 195 বার পঠিত | প্রিন্ট

শেয়ার কারসাজির দায়ে আবারও জরিমানা

শেয়ার কারসাজির দায়ে আবারও সাবেক সংসদ সদস্য এবং বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে জরিমানা করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ব্যবসায়িক পার্টনার এবং শেয়ার ব্যবসায়ী আবুল খায়ের হিরুর সাথে কারসাজিতে জড়িত রয়েছেন।

সম্প্রতি বিমা খাতের ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার কারসাজিতে সাকিবের জড়িত হওয়ার প্রমাণ মিলেছে। এই অনৈতিক কার্যক্রমে সাকিবকে যুক্ত করেছেন সমবায় অধিদপ্তরের উপ-নিবন্ধক আবুল খায়ের হিরু।

শেয়ার কারসাজিতে যুক্ত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় সাকিব, হিরু এবং তাদের পরিবারের সদস্যসহ মোট ৮ ব্যক্তি ও ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২ কোটি ২১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

২০২৩ সালের ১৬ জুলাই থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে কারসাজি করে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারের দাম বৃদ্ধি করা হয়। বিএসইসির তদন্তে দেখা গেছে, সাকিব ও হিরু বিভিন্ন নামে একাধিক বিও হিসাব খুলে শেয়ার ট্রেডিংয়ের মাধ্যমে অবৈধ মুনাফা অর্জন করেছেন।

শেয়ারবাজারে গত কয়েক বছর ধরে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজির জল্পনা ছিল। অবশেষে বিএসইসি তদন্ত করে কারসাজির সাথে জড়িতদের চিহ্নিত করেছে এবং শাস্তির আওতায় এনেছে।

বিএসইসি তথ্য অনুযায়ী, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনে কারসাজির মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় ইশাল কমিউনিকেশন লিমিটেডকে ৮৫ লাখ টাকা, কনিকা আফরোজকে ৪৯ লাখ টাকা, মোনার্ক এক্সপ্রেসকে ২২ লাখ টাকা, মো. আবুল খায়ের হিরুকে ৩৭ লাখ টাকা, মোনার্ক মার্টকে ১৫ লাখ টাকা, কাজী সাদিয়া হাসানকে ১৩ লাখ টাকা, সাকিব আল হাসানকে ৩ লাখ টাকা, আবুল কালাম মাতব্বরকে ৩ লাখ টাকা, লাভা ইলেকট্রোডস ইন্ডাস্ট্রিজকে ৩ লাখ টাকা, হুমায়ন কবিরকে ৩ লাখ টাকা, মো. জাহেদ কামালকে ২ লাখ টাকা, মো. আশফাকুজ্জামানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৬:৫৩ অপরাহ্ণ | শনিবার, ০৫ এপ্রিল ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com