বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

শেয়ারবাজার কেলেঙ্কারিতে শাস্তির মুখে প্রভাবশালী ব্যক্তিরা, বিএসইসির কঠোর পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ | 212 বার পঠিত | প্রিন্ট

শেয়ারবাজার কেলেঙ্কারিতে শাস্তির মুখে প্রভাবশালী ব্যক্তিরা, বিএসইসির কঠোর পদক্ষেপ

শেয়ারবাজারে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও প্রতারণার অভিযোগে বেক্সিমকো গ্রুপের কর্ণধার ও আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমান, তার ছেলে আহমেদ সায়ান ফজলুর রহমান এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে বিএসইসি।

বুধবার (০৩ সেপ্টেম্বর) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মকসুদের স্বাক্ষরিত পৃথক আদেশে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়। এর আগে গত ৩০ জুলাই কমিশনের ৯৬৫তম সভায় এ সিদ্ধান্ত অনুমোদন পায়।

প্রতারণামূলক বন্ড ইস্যুতে শাস্তি
বিএসইসির আদেশ অনুযায়ী, আইএফআইসি গ্যারান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রীন জিরো কুপন বন্ড এবং বেক্সিমকো গ্রিন সুকুক বন্ড আল ইসতানিয়া ইস্যুর ক্ষেত্রে প্রতারণামূলক যোগসাজশ ও অনিয়মের দায়ে সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা এবং তার ছেলে সায়ান ফজলুর রহমানকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযোগে সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াতকেও আজীবন নিষিদ্ধ ঘোষণা করা হয়।

পাঁচ বছরের নিষেধাজ্ঞা ও সতর্কবার্তা
একই মামলায় তৎকালীন বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ এবং আইএফআইসি ইনভেস্টমেন্টস লিমিটেডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আহমেদকে আগামী পাঁচ বছরের জন্য শেয়ারবাজারে নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া, আইএফআইসি ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ার–এর বিরুদ্ধে এনফোর্সমেন্ট কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যাংকের সাবেক পরিচালক এ আর এম নাজমুস সাকিব, গোলাম মোস্তফা, জাফর ইকবাল, কামরুন নাহার আহমেদ এবং স্বতন্ত্র পরিচালক সুধাংশু শেখর বিশ্বাসকে সতর্ক করা হয়েছে।

তদন্ত প্রতিবেদন
বিএসইসি জানায়, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে যে, সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্ষমতার অপব্যবহার, বিধি লঙ্ঘন ও দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। এসব কর্মকাণ্ড দেশের শেয়ারবাজার এবং সাধারণ বিনিয়োগকারীর স্বার্থকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

 

Facebook Comments Box

Posted ৫:২৫ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com