বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

‘শেয়ারবাজার এখন খেলায় নামার মতো প্রস্তুত’ — মন্তব্য বিএসইসির কমিশনারের

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ | 236 বার পঠিত | প্রিন্ট

‘শেয়ারবাজার এখন খেলায় নামার মতো প্রস্তুত’ — মন্তব্য বিএসইসির কমিশনারের

বর্তমানে দেশের শেয়ারবাজার বিনিয়োগ ও লেনদেনের জন্য পুরোপুরি প্রস্তুত— এমন মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার এম. আলী আকবর। তিনি বলেন, বাজার এখন এমন একটি পর্যায়ে রয়েছে, যেখানে শৃঙ্খলা ও স্বচ্ছতার মধ্যে বিনিয়োগ করা সম্ভব। ফলে বিনিয়োগকারীদের জন্য ভালো ফল পাওয়ার সুযোগ রয়েছে।

শুক্রবার (৪ জুলাই) ঢাকার অদূরে আশুলিয়ায় ব্র্যাক সিডিএম-এ ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) ও বিএসইসির যৌথ আয়োজনে সাংবাদিকদের জন্য আয়োজিত দুই দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম. আলী আকবর বলেন, “অনেকে আস্থা নিয়ে প্রশ্ন তুলছেন, কেউ বলছেন মার্কেট ভালো না, কেউ বলছেন ‘খেলার মাঠ ঠিক নেই’। আমি বলতে চাই, যারা বিনিয়োগ করতে চান তারা শৃঙ্খলিত খেলার জন্য পুরোপুরি প্রস্তুত একটি বাজার পাচ্ছেন। এখানে কেউ যদি ‘ফাউল’ খেলার সুযোগ খোঁজেন, তা আর নেই। বিএসইসি কোনো ব্যক্তিগত স্বার্থে কাজ করে না, বরং বাজারের স্বার্থেই কাজ করে।”

তিনি বলেন, “আমি নিজেও জানি না আস্থা কখন কার ওপর তৈরি হয় কিংবা সেটা কতক্ষণ স্থায়ী হয়। তবে নিশ্চিত করে বলতে পারি, আমার কিংবা আমাদের কমিশনের কোনো নেতিবাচক ভূমিকা নেই। বরং আমরা চাই বাজার আরও উন্নত হোক এবং বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত না হন।”

‘শেয়ারবাজার ধ্বংসকারীদের ছাড় দেওয়া হবে না’
জরিমানার বিষয়ে আলী আকবর বলেন, “অনেকে প্রশ্ন করেন বিএসইসি এত জরিমানা কেন করে? এর উত্তর সোজা— কেউ আইন ভঙ্গ করলে তাকে আইনের আওতায় আনতে হবে। আগে হয়তো অনেক কিছু গোপনে হতো, এখন তা আর হবে না।”

তিনি আরও বলেন, “শেয়ারবাজার ধ্বংসে যারা সক্রিয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যিনি আইন লঙ্ঘন করে জরিমানার মুখোমুখি হবেন, তিনি চাইলে আদালতে আপিল করতে পারেন। তবে জরিমানা একদিন না একদিন আদায় হবেই। আমরা এনফোর্সমেন্টের প্রয়োজনীয়তা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”

বিএসইসির চেয়ারম্যানের শুভেচ্ছা, কমিশনারদের বার্তা
অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ উপস্থিত না থাকলেও, কর্মশালার শুরুতে তাঁর রেকর্ডকৃত শুভেচ্ছা বার্তা পড়ে শোনানো হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— বিএসইসি কমিশনার ফারজানা লালারুখ, নির্বাহী পরিচালক মীর মোশাররফ হোসেন, সিএমজেএফ সভাপতি এস এম গোলাম সামদানী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আবু আলী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএসইসির সহকারী পরিচালক শহীদুল ইসলাম।

বক্তব্যে কমিশনার ফারজানা লালারুখ বলেন, “শেয়ারবাজারের টেকসই উন্নয়নে বিএসইসি ধারাবাহিকভাবে নানা পদক্ষেপ নিচ্ছে। এরই অংশ হিসেবে সাংবাদিকদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভবিষ্যতেও চলবে।”

বিএসইসির নির্বাহী পরিচালক মীর মোশাররফ হোসেন বলেন, “অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে অনেক সময় গুরুত্বপূর্ণ তথ্য আমাদের কাছে আসে। এটি কমিশনের সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা রাখে। এই প্রশিক্ষণ সাংবাদিকদের তথ্যনির্ভর ও ফলপ্রসূ রিপোর্ট তৈরিতে উৎসাহিত করবে।”

সিএমজেএফ সভাপতি এস এম গোলাম সামদানী ভূঁইয়া বলেন, “শেয়ারবাজার সাংবাদিকতায় দক্ষতা বাড়াতে বিএসইসির এই প্রশিক্ষণ একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।”

Facebook Comments Box

Posted ৭:৫৫ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com