নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২ | 297 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে লেনদেনের সময় পরিবর্তন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি সরকার অফিস সময়ের পরিবর্তন এবং ব্যাংকিং সময় সূচির পরিবর্তন করায় শেয়ারবাজারে লেনদেনের সময়সূচির পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
আরও দেখুন : আজকের ডিএসইর বিদ্যুৎ ও জ্বালানি খাতের লেনদেন চিত্র
জানা যায়, আগামী ১৫ নভেম্বর থেকে শেয়ারবাজারে আগের নিয়মে লেনদেন হবে। অর্থাৎ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা ৫০ মিনিট পর্যন্ত লেনদেন চলবে। প্রি-ওপেনিং সেশন হবে ৫ মিনিট; সকাল ১০:২৫ টা থেকে ১০:৩০ টা পর্যন্ত। পোস্ট ক্লোজিং সেশন ১০ মিনিট; বেলা ২:৫০ টা থেকে ৩:০০ টা পর্যন্ত ।
আজ মঙ্গলবার বিএসইসির সহকারী পরিচালক মো: মোসাব্বির আল আশিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
শেয়ারবাজার২৪
Posted ৬:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ নভেম্বর ২০২২
sharebazar24 | sbazaradmin
.
.