বুধবার ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

শেয়ারবাজারে তিন ব্যাংক শীর্ষ রেমিট্যান্স আনার পদক পাচ্ছে

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ | 117 বার পঠিত | প্রিন্ট

শেয়ারবাজারে তিন ব্যাংক শীর্ষ রেমিট্যান্স আনার পদক পাচ্ছে

দেশে সর্বোচ্চ রেমিট্যান্স আনার পদক পাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ ব্যাংক। এগুলো হলো- ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং ব্যাংক এশিয়া।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে ২০ ও ২১ অক্টোবর দুই দিনব্যাপী রেমিট্যান্স ফেয়ারের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ-আমেরিকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মুক্তধারা নিউ ইয়র্ক এবং ইউএস-বাংলা বিজনেস লিংক এই রেমিট্যান্স ফেয়ারের আয়োজন করে।

বৈদেশিক আয় কীভাবে বাড়ানো যায়, কীভাবে ব্যাংক বা বৈধমাধ্যমে এনে অর্থনীতিকে আরও গতিশীল করা যায়, প্রবাসীদের এ ব্যাপারে উৎসাহিত করাও একটি বড় কাজ। বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ ও উচ্চ প্রবৃদ্ধি এই প্রতিপাদ্য ঘিরেই রেমিট্যান্স ফেয়ার অনুষ্ঠিত হবে।

রেমিট্যান্স ফেয়ারে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, মানি ট্রান্সফার অপারেটর, রেমিট্যান্স চ্যানেল পার্টনার, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস, অফশোর ব্যাংকিং সেবা প্রদানকারী, মানি ট্রান্সফার এবং রেমিট্যান্স অ্যাপ এবং প্রবাসী ক্ষুদ্র উদ্যোক্তারা।

এ আয়োজনে আইএফআইসি, ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক, শেভরন এক্সপ্রেস, স্ট্যান্ডার্ড এক্সপ্রেস টপটেন সিন্সসহ বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৩০টির অধিক আর্থিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

অনুষ্ঠানে রেমিট্যান্স নিয়ে সেমিনার-সিম্পোজিয়ামের পাশাপাশি সেরা ১০ জন বাংলাদেশি আমেরিকান রেমিট্যান্স প্রেরককে পুরস্কৃত করা হবে।

বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, শেয়ারবাজারের তিন ব্যাংক শীর্ষ রেমিট্যান্স গ্রহীতা ব্যাংক হিসেবে পুরস্কারপ্রাপ্ত হয়। বছর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স গ্রহণ করা ব্যাংকদের মধ্যে ইসলামী ব্যাংক ৬৬৩ দশমিক ৯৯ মিলিয়ন, ন্যাশনাল ব্যাংক ৩৭৯ দশমিক ৬৪ মিলিয়ন এবং ব্যাংক এশিয়া ২১২ দশমিক ৯৫ মিলিয়ন মার্কিন ডলার।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৮:১২ অপরাহ্ণ | শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com