বুধবার ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

শিবলী রুবাইয়াত উল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪ | 176 বার পঠিত | প্রিন্ট

শিবলী রুবাইয়াত উল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

বিএসইসির (বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন) চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত উল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। শিবলী রুবাইয়াত উল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) একটি প্রতিনিধিদল।

বিএপিএলসির প্রেসিডেন্ট রুপালী হক চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে এই সময়ে অনুষ্ঠিত বৈঠকে বিএসইসির কমিশনার মো. মিজানুর রহমান, মো. আবদুল হালিম, রুমানা ইসলাম ও বিএপিএলসির সহসভাপতি সৈয়দ এম. আলতাফ হুসাইন উপস্থিত ছিলেন।

বৈঠকে বিএপিএলসির প্রতিনিধিরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, যেগুলো তালিকাভুক্ত কোম্পানিসহ দেশের শেয়ারবাজারের বৃহত্তর স্বার্থে সংশোধন ও শিথিল করা প্রয়োজন।

এছাড়া, শেয়ারবাজার ও দেশের অর্থনীতির বিভিন্ন দিক নিয়েও সভায় আলোচনা হয়। তালিকাভুক্ত কোম্পানির শীর্ষ সংগঠন হিসেবে বিএপিএলসি পুঁজিবাজারের উন্নয়নে কমিশনের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএপিএলসির নির্বাহী কমিটির সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ, সৈয়দ ফরহাদ আহমেদ, মো. কায়সার হামিদ, শাহরিয়ার আহমেদ, মনজুর কাদির শফি, জিয়াদ রহমান, মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, মো. শরীফ হোসেন, মনির হোসেন, মুহাম্মদ আমিনুর রহমান, মো. নূর হোসেন খান, মহাসচিব মো. আমজাদ হোসেন।

কোম্পানির সদস্য হিসেবে প্রতিনিধি দলে ছিলেন গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান ও লাফার্জহোলসিমের সিইও ইকবাল চৌধুরী।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:২৪ অপরাহ্ণ | বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com