নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ | 215 বার পঠিত | প্রিন্ট
দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৪টি কোম্পানির মধ্যে ৩১টি কোম্পানি জুলাই-সেপ্টেম্বর’২৪ প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে শেয়ারপ্রতি লোকসানে পড়েছে ৫ কোম্পানি। একই সময়ে আয় বেড়েছে ১৪টি এবং এবং কমেছে ১২টি কোম্পানির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ওষুধ রসায়ন খাতের কোম্পানিগুলোর মধ্যে রেকিট বেনকিজার ও লিবরা ইনফিউশন তৃতীয় প্রান্তিক এবং ম্যারিকো দ্বিতীয় প্রানিতকের (জুলাই-সেপ্টেম্বর’২৪) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। অন্য ২৮টি কোম্পানি প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৪) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
লোকসানে থাকা কোম্পানিগুলো- ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড, একমি পেস্টিসাইডস লিমিটেড, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড : অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ পয়সা। গত অর্থবছরেরর একই সময়ে শেয়ার প্রতি ১ পয়সা আয় (ইপিএস) হয়েছিল।
গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড : প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ১০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ৯৯ পয়সা।
একমি পেস্টিসাইডস লিমিটেড : প্রথম প্রান্তিকে (জুলাই,২৪-সেপ্টেম্বর,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩৬ পয়সা।
সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড : প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০৪ পয়সা। গত বছর প্রথম প্রান্তিকে লোকসান ছিল ৫ পয়সা।
সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড : প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৪ পয়সা। গত অর্থবছর একই সময় শেয়ার প্রতি লোকসান ছিল ০৬ পয়সা।
শেয়ারবাজার২৪
Posted ৯:০১ অপরাহ্ণ | সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
sharebazar24 | sbazaradmin
.
.