নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ | 305 বার পঠিত | প্রিন্ট
আজ ১৪ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর পতন বা লুজারের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে মুন্নু এগ্রো এন্ড জেনারেল মেশিনারি লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
আগের কার্যদিবস সোমবার মুন্নু এগ্রো এন্ড জেনারেল মেশিনারি লিমিটেডের ক্লোজিং দর ছিল ১ হাজার টাকা ৩০ পয়সা।
এদিন লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৯৫৬ টাকা।
অর্থাৎ একদিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৪৪ টাকা ৩০ পয়সা বা ৪.৪২ শতাংশ কমেছে।
ডিএসইর লুজার তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে রেনউইক যজ্ঞেশ্বর। এদিন ডিএসইতে কোম্পানিটির দর কমেছে ৪.২১ শতাংশ।
এদিন ডিএসইতে কোম্পানিটির রেনদেন হয়েছে ৩৭ লাখ ৪ হাজার টাকার।
ডিএসইতে লুজার তালিকায় থাকা তৃতীয় সর্বোচ্চ ৪.০৫ দর কমেছে বিকন ফার্মার।
এদিন ডিএসইতে কোম্পানিটির লেনদেন হয়েছে ২ কোটি ১০ লাখ ২০ হাজার টাকার।
লুজার তালিকায় চতুর্থ স্থানে থাকা মেট্রো স্পিনিংয়ের ৩.৮৮ শতাংশ দর কমেছে। এদিন কোম্পানিটির ৮৯ লাখ ৭২ হাজার টাকার।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লিগ্যাসি ফুটওয়্যারের ৩.৭৭, এডিএন টেলিকমের ৩.৫৯, ইউনাইটেড ইন্সুরেন্সের ৩.৫৬, বিডিকম অনলাইনের ৩.৪৫, বিডি ওয়েলডিংয়ের ৩.২৭ এবং সিটি জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৩.১৬ শতাংশ দর কমেছে।
গতকাল অর্থাৎ ১৩ মার্চ শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ইউনিভার কনজুমার কেয়ার লিমিটেডের।
এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
আগের কার্যদিবস রোববার ইউনিভার কনজুমার কেয়ার লিমিটেডের ক্লোজিং দর ছিল ৩ হাজার ৪২৩ টাকা ৭০ পয়সা।
গতকাল লেনদেন শেষে কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়ায় ৩ হাজার ২৫২ টাকা ৬০ পয়সা।
অর্থাৎ একদিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৭১ টাকা ১০ পয়সা বা ৪.৯৯ শতাংশ কমেছে।
শেয়ারবাজার২৪
আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন
আরও পড়ুন : শেয়ারবাজার ঝুঁকিপূর্ণ হওয়ায় জেনে বুঝে বিনিয়োগ করা উচিত : ড. শেখ শামসুদ্দীন আহমদ
Posted ৫:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
sharebazar24 | sbazaradmin
.
.