নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০১ জুন ২০২৫ | 167 বার পঠিত | প্রিন্ট
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) পরিশোধিত মূলধন বৃদ্ধির লক্ষ্যে রাইট শেয়ার ইস্যু এবং একটি স্ট্র্যাটেজিক ইনভেস্টরের কাছে শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ২৯ মে অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় ব্যাংকের ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৫ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়।
ব্যাংক সূত্রে জানা গেছে, ইউসিবি ২:১ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করবে। অর্থাৎ, প্রতি দুইটি বিদ্যমান শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার দেওয়া হবে। প্রতিটি রাইট শেয়ারের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
এছাড়া, ব্যাংকের পরিশোধিত মূলধনের ৫০ শতাংশ সমপরিমাণ নতুন শেয়ার একটি স্ট্র্যাটেজিক ইনভেস্টরের কাছে বিক্রির নীতিগত সিদ্ধান্তও নিয়েছে পর্ষদ। এসব শেয়ারের মূল্য সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে। সিদ্ধান্তগুলো চূড়ান্ত হলে বিস্তারিত তথ্য শেয়ারবাজারে প্রকাশ করা হবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
Posted ১২:৪৪ অপরাহ্ণ | রবিবার, ০১ জুন ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.