নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২ | 219 বার পঠিত | প্রিন্ট
আজ ২৬ এপ্রিল মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে।
এদিকে, আজ ডিএসইতে লেনদেনের শুরুতে সূচকের পরিমান ছিল ৬৬৭৩.২০ পয়েন্ট, যা বেলা ১১টায় ০.৭৫ পয়েন্ট কমে দাঁড়ায় ৬৬৭২.৪৫ পয়েন্টে। পরবর্তীতে দুপুর ১২টায় ৫.২২ পয়েন্ট কমে দাঁড়ায় ৬৬৬৭.২৩ পয়েন্টে। এরপর দুপুর ১টায় ৭.৯৭ পয়েন্ট কমে দাঁড়ায় ৬৬৫৯.২৬ পয়েন্টে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০.৬৫ পয়েন্ট বা ০.১৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৭৭.৫৬ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৭৬ পয়েন্ট বা ০.১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৫৬.৪০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.২৪ পয়েন্ট বা ০.০৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৭৪.৩২ পয়েন্টে।
ডিএসইতে আজ ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৬৩টির বা ৪২.৭৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৬০টির বা ৪১.৯৯ শতাংশের এবং ৫৮টি বা ১৫.২২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৬৬ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের কার্যদিবস থেকে ১৭৩ কোটি ৭৩ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৫৯৩ কোটি ১ লাখ টাকার।
ডিএসইতে আজ ১৪ কোটি ৫২ লাখ ৩২ হাজার ৩৭০টি শেয়ার ১ লাখ ৪৪ হাজার ৯৯৩বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৭৬৬ কোটি ৭৪ লাখ ৬২ হাজার ৮৪৬ টাকা ৯০ পয়সা। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৩৯০ হাজার ৪৯ কোটি ৬৪ লাখ ৭৫৮ টাকা ৭২ পয়সা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২০.৩০ পয়েন্ট বা ০.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৭৮.৯৮ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৩টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর। আজ সিএসইতে ১৯ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪
Posted ৩:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
sharebazar24 | sbazaradmin
.
.