বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

মিরপুর সিকিউরিটিজের ব্যবসাকি কার্যক্রম খতিয়ে দেখার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | 252 বার পঠিত | প্রিন্ট

মিরপুর সিকিউরিটিজের ব্যবসাকি কার্যক্রম খতিয়ে দেখার সিদ্ধান্ত

মিরপুর সিকিউরিটিজ লিমিটেডের (সিএসই ট্রেক নম্বর- ৫০) ব্যবসায়িক কার্যক্রম খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে  শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। হাউজটি পরিদর্শন করতে একটি কমিটি গঠন করেছে বিএসইসি। কমিশনটি মিরপুর সিকিউরিটিজের কার্যক্রমে কোনো অসঙ্গতি রয়েছে কি-না, তা খতিয়ে দেখবে। কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিএসইসির গঠিত কমিটি মিরপুর সিকিউরিটিজের স্টক-ব্রোকার ও স্টক-ডিলারের সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা করবে। পাশাপাশি সিকিউরিটিজ আইন ও বিধিমালা অনুযায়ী প্রতিষ্ঠানটি কীভাবে কার্যক্রম পরিচালনা করছে, সে বিষয়ে মূল্যায়ন করবে। এছাড়া প্রতিষ্ঠানটির মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ অনুসরণ করা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখবে।

বিএসইসি কর্তৃক জারি করা আদেশে তিনজন কর্মকর্তাকে কমিটিতে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন: বিএসইসির যুগ্ম পরিচালক সৈয়দ মুহাম্মদ গোলাম মওলা, সহকারী পরিচালক সানজিদা রহমান এবং সহকারী পরিচালক ফারজানা ইয়াসমিন।

বিএসইসি মনে করছে, শেয়ারবাজার এবং সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে মিরপুর সিকিউরিটিজ লিমিটেডের কার্যক্রম পরিদর্শন করা অত্যন্ত প্রয়োজনীয়।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:৫৩ অপরাহ্ণ | সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com