নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২২ ডিসেম্বর ২০২১ | 186 বার পঠিত | প্রিন্ট
মারা গেছেন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেন্জ কমিশনের (বিএসইসি) সাবেক কমিশনার ড. স্বপন কুমার বালা। আজ বুধবার (২২ ডিসেম্বর) সকালে নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত নিজ বাসায় আজ সকালে অসুস্থ হয়ে পড়েন ড. বালা। পরে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক বালা বিএসইসিতে যোগ দেওয়ার আগে ঢাকা স্টক এক্সচেন্জের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি পেশাদার হিসাববিদদের সংগঠন ইনস্টিটিউট অব কষ্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, বাংলাদেশ (আইসিএমএবি) এর সাবেক প্রেসিডেন্ট।
শেয়ারবাজার২৪
Posted ৬:১৪ অপরাহ্ণ | বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.