নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৪ অক্টোবর ২০২২ | 270 বার পঠিত | প্রিন্ট
আজ ২৪ অক্টোবর দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, জে এম আই হসপিটাল, সি পার্ল, এডিএন টেলিকম, প্রাইম ইনস্যুরেন্স, আমরা টেক, জেএমআই সিরিঞ্জ, তিতাস গ্যাস, ইস্টার্ন হাউজিং, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বিবিএস ক্যাবলস, ফরচুন সুজ, মালেক স্পিনিং, এইচআর টেক্সটাইল, এস আলম কোল্ড রোল্ড স্টিল, বসুন্ধরা পেপার, ব্রিটিশ আমেরিকান টোবাকো, পাওয়ার গ্রিড এবং প্রাইম টেক্সটাইল লিমিটেড। আজ ব্লক মার্কেটে এই ২০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৫ লাখ ৮৯ হাজার টাকার। এদিন ব্লক মার্কেটে ১৯ কোটি ৭৩ লাখ ৬০৯টি শেয়ার ৩৭বার হাতবদল হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আরও দেখুন : ডিএসইর গেইনার তালিকা
জানা যায়, আজ ব্লক মার্কেটে সর্বোচ্চ ১০ কোটি ২৪ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার। কোম্পানিটির ।
ব্লক মার্কেটে অংশ নেয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে- বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৩ কোটি ৮৭ লাখ টাকার, জেএমআই হসপিটালের ১ কোটি ৪৬ লাখ ৪১ হাজার টাকার, সি পার্লের ১ কোটি ২৭ লাখ ৪৬ হাজার টাকার, এডিএন টেলিকমের ৯৪ লাখ ৩৯ হাজার টাকার, প্রাইম ইনস্যুরেন্সের ৮৩ লাখ ৬৩ হাজার টাকার, আমরা টেকের ৪৫ লাখ ৯০ হাজার টাকার, জেএমআই সিরিঞ্জের ৪১ লাখ ৮০ হাজার টাকার, তিতাস গ্যাসের ৪১ লাখ ৩১ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ৩১ লাখ ১৩ হাজার টাকার, পদ্মা লাইফের ২০ লাখ টাকার, বিবিএস কেবলের ১৫ লাখ ৫৩ হাজার টাকার, ফরচুন সুজের ৭ লাখ ৫ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ৬ লাখ ৪৬ হাজার টাকার, এইচ আর টেক্সটাইলের ৬ লাখ ৩৭ হাজার টাকার, এস আলমের ৬ লাখ ১ হাজার টাকার, বসুন্ধরা পেপারের ৬ লাখ টাকার, ব্রিটিশ আমেরিকান টোবাকর ৫ লাখ ৫ হাজার টাকার, পাওয়ার গ্রিডের ৫ লাখ ৫ হাজার টাকার, প্রাইম টেক্সটাইলের ৫ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আরও পড়ুন : ৬ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
শেয়ারবাজার২৪
Posted ৫:০৩ অপরাহ্ণ | সোমবার, ২৪ অক্টোবর ২০২২
sharebazar24 | sbazaradmin
.
.