নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ | 123 বার পঠিত | প্রিন্ট
বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধে ঋণ দিচ্ছে সরকার। মঙ্গলবার (১৯ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও অর্থ বিভাগ থেকে বেক্সিমকোকে এ ঋণ প্রদান করা হবে। বিজ্ঞপ্তিতে তিনি শ্রমিকদের আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে অনতিবিলম্বে কাজে যোগদান ও আশুলিয়া-চন্দ্রা এলাকার সকল কারখানাকে স্বাভাবিক উৎপাদন অব্যাহত রাখার অনুরোধ জানান।
এর আগে গত অক্টোবর মাসের বেতন পরিশোধের দাবিতে মঙ্গলবার পঞ্চম দিনের মতো গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান মামলায় কারাগারে থাকায় গ্রুপ পরিচালনায় রিসিভার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকো গ্রুপের কারখানায় শ্রমিক অসন্তোষ চলছে। এই শ্রমিক অসন্তোষ নিরসনে সরকার ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
শেয়ারবাজার২৪
Posted ১০:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
sharebazar24 | sbazaradmin
.
.