বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বিনিয়োগকারীর অভিযোগে এইচএসি সিকিউরিটিজের বিরুদ্ধে বিএসইসির তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৭ আগস্ট ২০২৫ | 169 বার পঠিত | প্রিন্ট

বিনিয়োগকারীর অভিযোগে এইচএসি সিকিউরিটিজের বিরুদ্ধে বিএসইসির তদন্ত শুরু

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) হোল্ডার এইচএসি সিকিউরিটিজ লিমিটেডের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এক বিনিয়োগকারীর অভিযোগের প্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

তদন্ত কমিটি গঠন
গত মাসের শেষের দিকে জারি করা নির্দেশনায় বিএসইসি জানায়, শেয়ারবাজারের স্বচ্ছতা ও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য এই তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

এই বিষয়ে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন—

আবুল কালাম আজাদ (অতিরিক্ত পরিচালক, বিএসইসি)

মো. মারুফ হাসান (সহকারী পরিচালক, বিএসইসি)

মো. আশরাফুল হাসান (সহকারী পরিচালক, বিএসইসি)

কমিটিকে আদেশ জারির ৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

বিএসইসির পদক্ষেপ
বিএসইসির মুখপাত্র মো. আবুল কালাম জানান, কমিশন বর্তমানে এইচএসি সিকিউরিটিজে একটি সরেজমিন পরিদর্শনও পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ওঠা অভিযোগ যথাযথভাবে যাচাই করে দেখা হবে বলেও তিনি জানান।

ডিএসই ভবনে সদর দপ্তর থাকা এইচএসি সিকিউরিটিজকে আনুষ্ঠানিকভাবে কমিশনের সিদ্ধান্ত জানানো হয়েছে। কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী, তাদের ঢাকা, ফরিদপুর, নারায়ণগঞ্জ, সিলেট ও পটুয়াখালীসহ ছয়টি শাখা রয়েছে।

 

Facebook Comments Box

Posted ৯:১১ অপরাহ্ণ | রবিবার, ১৭ আগস্ট ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com