নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ | 206 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আরও দৃঢ় অবস্থান নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য প্রতিষ্ঠান মশিউর সিকিউরিটিজের প্রতারণায় ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের অর্থ উদ্ধারে নিয়ন্ত্রক সংস্থা ইতোমধ্যে আইনি ও প্রশাসনিক উদ্যোগ নিয়েছে।
অভিযোগ অনুযায়ী, ব্রোকারেজ হাউসটি বিভিন্ন সফটওয়্যার ও সার্ভার ব্যবহার করে বছরের পর বছর বিনিয়োগকারীদের টাকা ও শেয়ার আত্মসাৎ করেছে। তদন্তে উঠে এসেছে, প্রতিষ্ঠানটি প্রায় ১৬১ কোটি টাকা আত্মসাৎ করেছে—এর মধ্যে ৬৮ কোটি ৫৮ লাখ টাকা নগদ অর্থ এবং ৯২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার।
বুধবার (১০ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত ৩৫ জন বিনিয়োগকারী বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন। তারা নিজেদের আর্থিক ক্ষতির বিষয় তুলে ধরে দ্রুত অর্থ ফেরতের দাবি জানান। বৈঠকে বিএসইসি চেয়ারম্যান বিনিয়োগকারীদের আশ্বস্ত করে বলেন, “কমিশন আপনাদের পাশে আছে; অর্থ উদ্ধারে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে।”
বিএসইসির মুখপাত্র মো. আবুল কালাম জানান, ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা করা হয়েছে এবং মশিউর সিকিউরিটিজের পরিচালকদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি বিনিয়োগকারী সুরক্ষা তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের উদ্যোগও নেওয়া হচ্ছে।
ডিএসইর তদন্তে দেখা যায়, ২০২১ সালের মে মাসে মশিউর সিকিউরিটিজের সমন্বিত গ্রাহক হিসাবে ৭৫ কোটি টাকার ঘাটতি ধরা পড়ে। একই বছরের আগস্টে ঘাটতির পরিমাণ দাঁড়ায় ৬৮ কোটি ৫৮ লাখ টাকা। বহু বিনিয়োগকারী অভিযোগ করেছেন, তারা প্রাপ্য ডিভিডেন্ড, বোনাস শেয়ার ও রাইটস শেয়ার পাননি।
বহুমুখী অনিয়মের প্রমাণ পাওয়ার পর বিএসইসি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে এবং তদন্ত শেষে প্রতিষ্ঠানটির সব কার্যক্রম স্থগিত করে। নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, বিনিয়োগকারীদের অর্থ ফেরাতে তারা যেকোনো পর্যায়ে লড়াই করতে প্রস্তুত।
Posted ৮:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.