নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ | 271 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ বিল্ডি সিস্টেমসের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে ক্রেডিট রেটিং ইনফরশেন আ্যান্ড সার্ভিসেস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায, কোম্পানিটিকে ‘এ+’ এবং ‘এসটি-৩’ হিসেবে যথাক্রমে- দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী রেটিং করেছে ক্রেডিট রেটিং ইনফর্মেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (সিআরআইএসএল)। ৩০ সেপ্টেম্বর ২০২২ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন এবং ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত পাশাপাশি গুণগত তথ্য অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
শেয়ারবাজার২৪
Posted ১:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
sharebazar24 | sbazaradmin
.
.