বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

‘ফোর্সড সেল বন্ধ করে নেগেটিভ ইক্যুইটি তৈরী করা হয়েছে’

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | 135 বার পঠিত | প্রিন্ট

‘ফোর্সড সেল বন্ধ করে নেগেটিভ ইক্যুইটি তৈরী করা হয়েছে’

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেছেন, ফোর্সড সেল বন্ধ করে নেগেটিভ ইক্যুইটি তৈরী করা হয়েছে। এতে করে অনেক প্রতিষ্ঠান ঋন প্রদানের সক্ষমতা হারিয়েছে। অনেক প্রতিষ্ঠান ধংস হয়ে গেছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ডিবিএ আয়োজিত ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটের বর্তমান অবস্থা ও এগিয়ে যাওয়ার উপায়’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। সভাপতিত্ব করেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম।

ফারুক আহমেদ বলেন, গত ১৫ বছরে শেয়ারবাজারকে অনেক সমস্যায় ফেলা হয়েছে। এর মধ্যে ২০১০ সালের ধসের পর অলিখিতভাবে ফোর্সড সেল বন্ধ করে ও করোনা মহামারিকে কেন্দ্র করে ফ্লোর প্রাইস আরোপ করে শেয়ারবাজারে দীর্ঘমেয়াদে ক্ষতি করা হয়েছে।

অন্যদিকে, ফ্লোর প্রাইস দিয়ে শেয়ারবাজারকে দেড় বছর স্থবির করে রাখা হয়েছি বলে জানান বিএসইসির সাবেক এই চেয়ারম্যান।

তিনি অভিযোগ করে বলেন, এর পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে। যার মাধ্যমে বিনিয়োগকারীদের শেয়ারবাজার থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এর মাধ্যমে তাদের আস্থা নষ্ট করা হয়েছে।

বিএসইসির সাবেক এই চেয়ারম্যান বলেন, বিগত দুটি কমিশনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ শোনা যায়। এখনতো দূর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে। যা আগে কখনো হয়নি। এর মাধ্যমে বাজারে আস্থা নষ্ট হয়েছে। এছাড়া কারসাজির অনেক ঘটনা ঘটেছে। আর বিতর্কিত রোড শো করা হয়েছে। এসবের মাধ্যমেও আস্থা নষ্ট করা হয়েছে।

বর্তমান কমিশনের কর্মকান্ড সম্পর্কে তিনি বলেন, বর্তমান কমিশনের অভিজ্ঞতার ঘাটতি থাকতে পারে। তবে অসৎ মনে হয় না। তিনি বলেন, ভালো কোম্পানি আনতে না পারলে বাজার সমৃদ্ধ হবে না।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:২১ অপরাহ্ণ | বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com