নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ | 57 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের অন্যতম প্রতিষ্ঠান প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেড ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের (Q3) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
📊 তৃতীয় প্রান্তিকে আয় কমেছে
২০২৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে কোম্পানিটির প্রতি শেয়ার আয় (EPS) দাঁড়িয়েছে ২২ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৫৬ পয়সা। অর্থাৎ, কোম্পানির আয় কমেছে ৬০.৭১%।
💰 নয় মাসে ইপিএস প্রায় ৩৭% কম
অর্থবছরের প্রথম তিন প্রান্তিক (জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৫) শেষে গত নয় মাসে কোম্পানির ইপিএস দাঁড়িয়েছে ৯৯ পয়সা।
গত বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ১ টাকা ৫৬ পয়সা, অর্থাৎ এ সময়ে আয় কমেছে ৩৬.৫%।
বিশ্লেষকদের মতে, বিনিয়োগ আয়ে পতন ও বীমা দাবির পরিমাণ বেড়ে যাওয়া কোম্পানির মুনাফা কমার অন্যতম কারণ হতে পারে।
🏦 স্থিতিশীল এনএভিপিএস
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ২১ টাকা ৭১ পয়সা, যা স্থিতিশীল আর্থিক ভিত্তি নির্দেশ করে।
🔍 খাতভিত্তিক প্রভাব
বীমা খাতের অধিকাংশ কোম্পানির মতো প্রভাতী ইন্স্যুরেন্সও তৃতীয় প্রান্তিকে মুনাফা হ্রাসের চাপে পড়েছে।
তবে দীর্ঘমেয়াদে কোম্পানির এনএভিপিএস শক্ত অবস্থানে থাকায় বিনিয়োগকারীরা এখনও আশাবাদী।
Posted ১১:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.