নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ | 317 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান পূবালী ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানিটি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৯৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫ টাকা ১১ পয়সা।
তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) ব্যাংকটির এককভাবে ইপিএস হয়েছে ৫ টাকা ৮৬ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪ টাকা ৮৬ পয়সা ছিল।
আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য সমন্বিতভাবে (এনএভি) দাঁড়িয়েছে ছিল ৪৫ টাকা ৭৯ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৪১ টাকা ৪৩ পয়সা ছিল।
আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এককভাবে (এনএভি) দাঁড়িয়েছে ছিল ৪৫ টাকা ৫ পয়সা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৪০ টাকা ৮৬ পয়সা ছিল।
শেয়ারবাজার২৪
Posted ৬:৪৩ অপরাহ্ণ | বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
sharebazar24 | sbazaradmin
.
.