নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২০ মে ২০২৫ | 203 বার পঠিত | প্রিন্ট
পুঁজিবাজারে টেকসই উন্নয়ন ও সংস্কার প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করতে সক্রিয় বিনিয়োগকারী সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করতে যাচ্ছে সরকার। বৈঠকটি অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে, বৃহস্পতিবার। এতে সভাপতিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) ড. আনিসুজ্জামান চৌধুরী।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএসইসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের পুঁজিবাজারের টেকসই উন্নয়ন ও কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে কমিশন নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারও এ বিষয়ে সমানভাবে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে বাজার সংশ্লিষ্ট অংশীজনদের পরামর্শ ও অংশগ্রহণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলমান সংস্কার প্রক্রিয়াকে আরো ফলপ্রসূ করতে বিনিয়োগকারী সংগঠনগুলোর মতামত গ্রহণ করা জরুরি। তাদের সহযোগিতার মাধ্যমেই একটি সমৃদ্ধ ও কার্যকর পুঁজিবাজার গড়ে তোলা সম্ভব বলে মনে করে কমিশন।
পুঁজিবাজার সংশ্লিষ্ট সাধারণ বিনিয়োগকারীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। বিএসইসির উদ্যোগে আয়োজিত এ বৈঠক দেশের পুঁজিবাজারের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
Posted ১১:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ মে ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.