শুক্রবার ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

পতনের বাজারে ঊর্ধ্বমুখী ঝুঁকিপূর্ণ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৫ সেপ্টেম্বর ২০২২ | 1513 বার পঠিত | প্রিন্ট

পতনের বাজারে ঊর্ধ্বমুখী ঝুঁকিপূর্ণ কোম্পানি

দেশের শেয়ারবাজারে ধারবাহিক দরপতন থেকে সাম্প্রতিক সময়ে উত্থানে ফিরে এসেছিল বাজার। বেশ কিছুদিন ধরেই ধারাবাহিকভাবে সূচক ও লেনদেন ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরে এসেছিল বাজার। গত সপ্তাহজুড়ে সবগুলো কার্যদিবসেই সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি ছিল। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে কারেকশনে সূচক ও লেনদেন কমে যায়। বিনিয়োগকারীদের প্রত্যাশা ছিল দ্বিতীয় কার্যদিবসে বাজার আবারও উত্থানে ফিরবে। কিন্ত সে প্রত্যাশা পূরন না হয়ে দরপতন হয়েছে বাজারে। এই দরপতনের মধ্যেও দাপট দেখিয়েছে ঝুঁকিপূর্ণ ও নামসর্বস্ব কোম্পানি। দর বৃদ্ধির প্রথম ১০টির মধ্যে ৯টিই ছিল কোনো না কোনোভাবে ঝুঁকিপূর্ণ।

ডিএসইর সূত্রে জানা যায়, ডিএসইর দর বৃদ্ধির প্রথম ১০টির মধ্যে বিনিয়োগ ঝুঁকিতে থাকা ক্পোানিগুলো হলো- সি পার্ল হোটেল, সানলাইফ ইন্স্যুরেন্স, কাশেম ইন্ডাস্ট্রিজ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইন্ট্রাকো রিফুয়েলিং, ফাইন ফুডস, ওরিয়ন ইনফিউশন, জেমিনি সি ফুডস এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ ডিএসইতে সবচেয়ে বেশি দর বেড়েছে সি পার্ল হোটেলের। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় কোম্পানিটির দর ৫ টাকা ৭০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬২ টাকা ৮০ পয়সা। ২০১৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘বি’ ক্যাটাগরির কোম্পানিটির বর্তমান পিই রেশিও ৪৩.৯৫ পয়েন্ট। কোম্পানিটি সর্বশেষ ২০২১ সালে বিনিয়োগকারীদের জন্য নামেমাত্র ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

আজ ডিএসইতে দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে সানলাইফ ইন্স্যুরেন্সের। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় কোম্পানিটির দর ৪ টাকা ৩০ পয়সা বা ৬.৮০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৭ টাকা ৫০ পয়সা। ২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘বি’ ক্যাটাগরির কোম্পানিটির বর্তমান পিই রেশিও নেই। কোম্পানিটি সর্বশেষ ২০২১ সালে বিনিয়োগকারীদের জন্য নামেমাত্র ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

আজ ডিএসইতে ৪র্থ সর্বোচ্চ দর বেড়েছে কাশেম ইন্ডাস্ট্রিজের। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় কোম্পানিটির দর ৩ টাকা ৪০ পয়সা বা ৫.৪৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৫ টাকা ৫০ পয়সা। ১৯৮৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটির বর্তমান পিই রেশিও ১৪৮.৮৬ পয়েন্ট। কোম্পানিটি সর্বশেষ ২০২১ সালে বিনিয়োগকারীদের জন্য নামেমাত্র ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।

আজ ডিএসইতে ৫ম সর্বোচ্চ দর বেড়েছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় কোম্পানিটির দর ৪ টাকা ১০ পয়সা বা ৪.৮৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৮ টাকা ৬০ পয়সা। ২০০৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটির বর্তমান পিই রেশিও নেই। কোম্পানিটি সর্বশেষ ২০১৯ সালে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

আজ ডিএসইতে ৬ষ্ঠ সর্বোচ্চ দর বেড়েছে ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় কোম্পানিটির দর এক টাকা ৭০ পয়সা বা ৪.৭৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ টাকা ৩০ পয়সা। ২০১৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটির বর্তমান পিই রেশিও ৪৪.২৮ পয়েন্ট। কোম্পানিটি সর্বশেষ ২০২১ সালে বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ ক্যাশ ও ৮ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।

আজ ডিএসইতে ৭ম সর্বোচ্চ দর বেড়েছে ফাইন ফুডসের। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় কোম্পানিটির দর ২ টাকা ৪০ পয়সা বা ৪.৬০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৪ টাকা ৫০ পয়সা। ২০০২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘বি’ ক্যাটাগরির কোম্পানিটির বর্তমান পিই রেশিও নেগেটিভ। কোম্পানিটি সর্বশেষ ২০২০ সালে বিনিয়োগকারীদের জন্য নামেমাত্র ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

আজ ডিএসইতে ৮ম সর্বোচ্চ দর বেড়েছে ওরিয়ন ইনফিউশনের। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় কোম্পানিটির দর ১২ টাকা ৮০ পয়সা বা ৪.০৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩২৬ টাকা ৪০ পয়সা। ১৯৯৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটির বর্তমান পিই রেশিও ১৭১.১৯ পয়েন্ট। কোম্পানিটি সর্বশেষ ২০২১ সালে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

আজ ডিএসইতে ৯ম সর্বোচ্চ দর বেড়েছে জেমিন সি ফুডসের। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় কোম্পানিটির দর ১৫ টাকা ২০ পয়সা বা ৩.৬৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪২৬ টাকা ৫০ পয়সা। ১৯৮৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘বি’ ক্যাটাগরির কোম্পানিটির বর্তমান পিই রেশিও ৬১.৯৯ পয়েন্ট। কোম্পানিটি সর্বশেষ ২০২১ সালে বিনিয়োগকারীদের জন্য নামেমাত্র ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

আজ ডিএসইতে ১০ম সর্বোচ্চ দর বেড়েছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় কোম্পানিটির দর এক টাকা ৭০ পয়সা বা ৩.৪৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫০ টাকা ৭০ পয়সা। ২০১২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘বি’ ক্যাটাগরির কোম্পানিটির বর্তমান পিই রেশিও নেই। কোম্পানিটি সর্বশেষ ২০১৬ সালে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিল।

শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৮:০০ অপরাহ্ণ | সোমবার, ০৫ সেপ্টেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com