নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০১ মার্চ ২০২২ | 275 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩০০ (তিনশত) কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটির প্রস্তাব অনুযায়ী ০৫ বছর মেয়াদী স্থানান্তরযোগ্য খালাসযোগ্য অ-পরিবর্তনযোগ্য, অনিরাপদ জিরো-কুপন বন্ড অনুমোদন করা হয়েছে। মঙ্গলবার (০১ মার্চ) বিএসইসির ৮১৩তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বন্ডটির অভিহিত মূল্য ৪০৮ কোটি ৯৫ লাখ টাকা। ইউনিট প্রতি ইস্যু মুল্য ১,০০০ (এক হাজার) টাকা । বন্ডটির ৩০০ (তিনশত) কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট এর মাধ্যমে ইস্যু করা হবে। উক্ত বন্ডের ইল্ড টু ম্যাচিউরিটি ৮ শথাংশ।
এই বন্ড ইস্যুর মাধ্যমে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ঋণ পুনঃঅর্থায়ন সম্পন্ন করার পর মূলধনী যন্ত্রপাতি ও বিল্ডিং এবং অবকাঠামো নির্মাণ করবে। এই বন্ডের ন্যূনতম সাবস্ক্রিপশন ৩,০০০ (তিন হাজার) টাকা। উক্ত বন্ডের Trustee হিসাবে দায়িত্ব পালন করবে Bangladesh Finance Limited এবং Bangladesh Finance Limited Ges Arranger ও এডভাইজর হিসাবে কাজ করছে রিভারস্টন ক্যাপিটাল লিমিটেড। এছাড়াও উক্ত বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড এ তালিকাভুক্ত হবে।
উল্লেখ্য, কোম্পানি পরিচালকদের ব্যক্তিগত নিশ্চয়তা প্রদানের শর্তে কমিশন কর্তৃক জিরো-কুপন বন্ড এর প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
শেয়ারবাজার২৪
Posted ৬:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ মার্চ ২০২২
sharebazar24 | sbazaradmin
.
.