নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৮ জুলাই ২০২৫ | 188 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানির প্রতিবেদন বিশ্লেষণে দেখা যাচ্ছে, আয় ও ক্যাশ ফ্লো কিছুটা কমলেও নিট সম্পদ মূল্য রয়েছে শক্ত অবস্থানে।
প্রকাশিত হিসাব অনুযায়ী, এপ্রিল-জুন ২০২৫ মেয়াদে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ৩৩ পয়সা, যা গত বছরের একই সময়ের ৩৫ পয়সা থেকে সামান্য কম। অর্থাৎ ইপিএসে বার্ষিক ভিত্তিতে ২ পয়সা বা প্রায় ৬ শতাংশ হ্রাস পেয়েছে।
অর্থবছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন ২০২৫) কোম্পানিটির সম্মিলিত ইপিএস দাঁড়িয়েছে ৯৮ পয়সা, যেখানে আগের বছর ছিল ১ টাকা ৫ পয়সা।
তবে শেয়ারপ্রতি নগদ প্রবাহ (OCFPS) কমেছে তুলনামূলকভাবে বেশি। চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে ক্যাশ ফ্লো হয়েছে ৪৯ পয়সা, যা আগের বছরের ৩ টাকা ২০ পয়সা থেকে উল্লেখযোগ্যভাবে কম।
তবে বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক দিক হচ্ছে—৩০ জুন ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV) দাঁড়িয়েছে ২৫ টাকা ৭৮ পয়সা। যা কোম্পানির আর্থিক ভিত্তির স্থিতিশীলতা নির্দেশ করে।
বিশ্লেষকদের মতে, ক্যাশ ফ্লোতে বড় ধস বিনিয়োগকারীদের কিছুটা উদ্বিগ্ন করলেও, উচ্চ নেট সম্পদ মূল্য কোম্পানিটির শক্ত ভিত ও দীর্ঘমেয়াদি সম্ভাবনার ইঙ্গিত দেয়।
Posted ৬:৩৩ অপরাহ্ণ | সোমবার, ২৮ জুলাই ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.