নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২১ মে ২০২৫ | 216 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত তিনটি ব্যাংক কোম্পানির ঘোষিত বোনাস ডিভিডেন্ড বিতরণের জন্য চূড়ান্ত অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোমবার (২০ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুমোদন পাওয়া তিনটি ব্যাংক হলো— মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি), ব্র্যাক ব্যাংক ও মিডল্যান্ড ব্যাংক।
ডিএসই সূত্র জানায়, ২০২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য বোনাস ডিভিডেন্ড ঘোষণা করে। এর মধ্যে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ১০ শতাংশ, ব্র্যাক ব্যাংক ১২.৫০ শতাংশ এবং মিডল্যান্ড ব্যাংক ৩ শতাংশ বোনাস শেয়ার দেয়ার সিদ্ধান্ত নেয়।
প্রতিটি তালিকাভুক্ত কোম্পানিকে বোনাস ডিভিডেন্ড বিতরণের জন্য বিএসইসির অনুমোদন নিতে হয়। সংশ্লিষ্ট ব্যাংকগুলো সেই অনুমোদন এখন পেয়েছে। ফলে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ও রেকর্ড ডেট নির্ধারণের পর বিনিয়োগকারীদের মাঝে এই বোনাস শেয়ার বিতরণ করতে পারবে তারা।
Posted ১০:২৯ অপরাহ্ণ | বুধবার, ২১ মে ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.