নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৮ মে ২০২৫ | 211 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক পিএলসি ২০২৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ (ক্যাশ) এবং ৫ শতাংশ স্টক (বোনাস) ডিভিডেন্ড রয়েছে।
বুধবার (২৮ মে) ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ২০২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই ডিভিডেন্ড ঘোষণা করা হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
ইপিএস কমেছে আগের বছরের তুলনায়
২০২৪ অর্থবছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ১ টাকা ২৭ পয়সা, যা আগের বছরের তুলনায় ৩৯ পয়সা বা প্রায় ২৩.৪৯ শতাংশ কম। উল্লেখ্য, ২০২৩ সালে ইপিএস ছিল ১ টাকা ৬৬ পয়সা।
বিনিয়োগকারীর দৃষ্টিকোণ
ঢাকা ব্যাংকের ঘোষিত মিশ্র ডিভিডেন্ড বিনিয়োগকারীদের জন্য আংশিক স্বস্তির হতে পারে। যদিও ইপিএসে ধস ডিভিডেন্ডের স্থিতিশীলতা প্রশ্নবিদ্ধ করে, তবে কোম্পানির স্টক ও ক্যাশ ডিভিডেন্ডের ভারসাম্যপূর্ণ ঘোষণা কিছুটা ইতিবাচক বার্তা দেয়।
পরবর্তী করণীয়
ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী। রেকর্ড ডেট ও এজিএম সংক্রান্ত বিস্তারিত তথ্য কোম্পানি আলাদাভাবে জানাবে বলে সূত্রে জানা গেছে।
Posted ১০:৪৪ অপরাহ্ণ | বুধবার, ২৮ মে ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.