নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১ | 375 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ঢাকা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আজ অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় এ আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) পর্যন্ত অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) এক টাকা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ৪৭ পয়সা।
এদিকে, প্রথম দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২১) পর্যন্ত অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) এক টাকা ৭০ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল এক টাকা ১০ পয়সা।
৩০ জুন ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ২৩ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল এক টাকা ৮৯ পয়সা।
৩০ জুন ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য ২০ টাকা ৯৩ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২০ যার পরিমাণ ছিল ২০ টাকা ৯৮ পয়সা।
শেয়ারবাজার২৪
Posted ৬:১৫ অপরাহ্ণ | রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.