নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ | 164 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতে ৩৪টি কোম্পানি রয়েছে। এর মধ্যে আগের অর্থবছরের (২০২২-২০২৩) তুলনায় গত অর্থবছরে (২০২৩-২০২৪) অর্থবছরে ডিভিডেন্ড বেড়েছে ১৫ কোম্পানির। কোম্পানিগুলো হলো : একমি ল্যাবরেটরিজ, একমি পেস্টিসাইডস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বেক্সিমকো ফার্মা, ফার কেমিক্যাল, ইবনে সিনা, ইন্দোবাংলা ফার্মা, জেএমআই হসপিটাল, কোহিনুর কেমিক্যাল, নাভানা ফার্মা, ওরিয়ন ইনফিউশন, ফার্মা এইডস, রেনেটা, স্কয়ার ফার্মা এবং টেকনো ড্রাগস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
নিচে ১৫ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য তুলে ধরা হলো-
একমি ল্যাবরেটরিজ : ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ৩৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের অর্থবছরের তুলনায় কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে ২ শতাংশ।
একমি পেস্টিসাইডস : ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ০.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ০.১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের অর্থবছরের তুলনায় কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে ০.১৫ শতাংশ ।
এশিয়াটিক ল্যাবরেটরিজ : ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের কোন ডিভিডেন্ড দেয়নি।
বেক্সিমকো ফার্মা : ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের অর্থবছরের তুলনায় কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে ৫ শতাংশ।
ফার কেমিক্যাল : ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড দেয়নি।
ইবনে সিনা : ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৬৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ৬০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের অর্থবছরের তুলনায় কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে ৩ শতাংশ।
ইন্দোবাংলা ফার্মা : ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ০.১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ড দেয়নি।
জেএমআই হসপিটাল : ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের অর্থবছরের তুলনায় কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে ৫ শতাংশ।
কোহিনুর কেমিক্যাল : ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৬০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ৫০ শতাংশ ক্যাশ ও ১০ শাতংশ স্টক ডিভিডেন্ড। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। এর মধ্যে ৪০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ছিল। আগের অর্থবছরের তুলনায় কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে ১০ শতাংশ।
নাভানা ফার্মা : ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ১৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের অর্থবছরের তুলনায় কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে ১ শতাংশ।
ওরিয়ন ইনফিউশন : ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের অর্থবছরের তুলনায় কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে ২ শতাংশ।
ফার্মা এইডস : ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের অর্থবছরের তুলনায় কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে ১০ শতাংশ।
রেনেটা : ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৯২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ৬২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের অর্থবছরের তুলনায় কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে ২৯.৫০ শতাংশ।
স্কয়ার ফার্মা : ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের অর্থবছরের তুলনায় কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে ৫ শতাংশ।
টেকনো ড্রাগস : ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। শেয়ারবাজারে লেনদেন শুরুর পর এটিই কোম্পানিটির প্রথম ডিভিডেন্ড ঘোষণা।
শেয়ারবাজার২৪
Posted ১:৪৮ অপরাহ্ণ | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
sharebazar24 | sbazaradmin
.
.