বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ডিএসইর সাপ্তাহিক টার্নওভার ‘এ’ ক্যাটাগরির দখলে

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০২ সেপ্টেম্বর ২০২২ | 246 বার পঠিত | প্রিন্ট

ডিএসইর সাপ্তাহিক টার্নওভার ‘এ’ ক্যাটাগরির দখলে

বিদায়ী সপ্তাহে (২৮ আগস্ট-০১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক টার্নওভার বা লেনদেন তালিকা ছিল ‘এ’ ক্যাটাগরির দখলে। সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি টাকর লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। যে কারণে কোম্পানিটি সাপ্তাহিক টার্নওভার তালিকার শীর্ষে অবস্থান করছে। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির ৪৮২ কোটি ৩৪ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে।

জানা যায, সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৯৯ লাখ ৩৬ হাজার ৮৩৫টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.০৭ শতাংশ। লেনদেন তালিকার দ্বিতীয় থাকা ওরিয়ন ফার্মার ৩ কোটি ৩৫ লাখ ৭৮ হাজার ২৮৫টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ৩৬৩ কোটি ৮১ লাখ ৩৮ হাজার টাকা। তালিকার তৃতীয় স্থানে অবস্থান করা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১ কোটি ৯৩ লাখ ৪৪ হাজার ৪৮৯টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ২৬৫ কোটি ৫০ লাখ ৪৬ হাজার টাকা।

সাপ্তাহিক টার্নওভার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মালেক স্পিনিংয়ের ২৩৯ কোটি ৯১ লাখ ৯০ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ২৩৮ কোটি ৯৮ লাখ ৬৯ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ২২৫ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার টাকার, ফরচুন সুজের ২১২ কোটি ৩৮ লাখ ৮৯ হাজার টাকার, ডেলটা লাইফ ইন্সুরেন্সের ১৮৫ কোটি ৭ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ১৬৯ কোটি ৫৬ লাখ ২৭ হাজার টাকার, আইপিডিসি ফাইন্যান্সের ১৫৬ কোটি ৩৬ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:৫৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ০২ সেপ্টেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com