নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৯ সেপ্টেম্বর ২০২২ | 401 বার পঠিত | প্রিন্ট
বিদায়ী সপ্তাহে (০৪ সেপ্টেম্বর- ০৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক গেইনার তালিকায় আধিপত্য বিস্তার করেছে ‘এ’ ক্যাটাগরির কোম্পানি। আলোচ্য সপ্তাহে সাপ্তাহিক গেইনার তালিকায় ৭টি কোম্পানিই ছিল ‘এ’ ক্যাটাগরির। এছাড়া গেইনার তালিকায় ছিল ‘বি’ ক্যাটাগরির ৩টি কোম্পানি। গত সপ্তাহের মত বিদায়ী সপ্তাহেও ডিএসইতে সবচেয়ে বেশি দর বেড়েছে ওরিয়ন ইনফিউশনের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, আগের সপ্তাহের চেয়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০৫ টাকা ৪০ পয়সা বা ৩৫.০৩ শতাংশ। এর ফলে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে। সপ্তাহের শুরুতে এ কোম্পানির শেয়ার দর ছিল ৩১৩ টাকা ৬০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৪১৯০ টাকা। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির মোট ১৬৩ কোটি ৬৯ লাখ ৪৯ হাজার টাকা। প্রতিদিন গড় লেনদেন হয়েছে ৩২ কোটি ৭৩ লাখ ৮৯ হাজার ৮০০ টাকার।
তালিকায় দ্বিতীয় স্থানে কোহনিুর কেমিক্যালের দর আগের সপ্তাহের চেয়ে বেড়েছে ১৩৩ টাকা ৮০ পয়সা বা ৩২.৮২ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির দর ছিল ৪৯৭ টাকা ৯০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৬৩১ টাকা ৭০ পয়সা। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ৬৮ কোটি ৩৩ লাখ ৮১ হাজার টাকা। প্রতিদিন গড় ১৩ কোটি ৬৬ লাখ ৭৬ হাজার ২০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় তৃতীয় স্থানে থাকা বিকন ফার্মার দর আগের সপ্তাহের চেয়ে বেড়েছে ৬৩ টাকা ৫০ পয়সা বা ২৬.০২ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির দর ছিল ২৬৪ টাকা ৪০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৩২৭ টাকা ৯০ পয়সা। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয়েছে ৩৭ কোটি ৩০ লাখ ৩০ হাজার টাকা। প্রতিদিন গড় ৭ কোটি ৪৬ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইতে সাপ্তাহিক গেইনার তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ফার্মার ২০.১৩ শতাংশ, সোনালী আঁশের ১৮.২১ শতাংশ, সি পার্ল হোটেলের ১৬.৮৭ শতাংশ, দি ইবনে সিনার ১৩.৩৪ শতাংশ, দেশ গার্মেন্টসের ১৩.১৫ শতাংশ, ফাইন ফুডসের ১৩.০৯ শতাংশ এবং সানলাইফ ইন্স্যুরেন্সের ১০.৬০ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজার২৪
Posted ১২:১৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৯ সেপ্টেম্বর ২০২২
sharebazar24 | sbazaradmin
.
.