নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১ | 430 বার পঠিত | প্রিন্ট
অস্বাভাবিক হারে দর বাড়ার কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্ত নোটিশ পেয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত রহিমা ফুডক ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, বেশ কিছুদিন ধরেই এক টানা বাড়ছে কোম্পানিটির শেয়ার দর। এ অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে একটি তদন্ত নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর প্রেক্ষিতে গত ২৯ আগস্ট কোম্পানিটি জানিয়েছে যে, মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে কোম্পানিটির শেয়ার দর।
বাজার পর্যাবেক্ষনে দেখা যায়, গত ১৬ আগস্ট কোম্পানিটির শেয়ারের দর ছিল ৩০৯.৩০ টাকা, যা ২৯ আগস্ট শেয়ারটির দর ৫৩.৮০ টাকা বা ১৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩৫৩.১০ টাকায়। এই দর বাড়াকে ডিএসই অস্বাভাবিক মনে করছে।
শেয়ারবাজার২৪
Posted ১০:০৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.