নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০১ জুন ২০২৫ | 147 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০২টি কোম্পানির মধ্যে ১১২টির শেয়ারদাম কমেছে। আজকের বাজারে সর্বাধিক দর হারিয়েছে রূপালী ইন্স্যুরেন্স, যার শেয়ারদাম একদিনেই ৭.৬৯ শতাংশ হ্রাস পেয়ে কোম্পানিটিকে ডিএসইর দরপতনের শীর্ষে নিয়ে এসেছে।
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে – ন্যাশনাল ব্যাংকের ৫.৪১ শতাংশ, শ্যামপুর সুগার মিলসের ৫.০৪ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ৪.৪০ শতাংশ, সাউথইস্ট ব্যাংকের ৪.২৩ শতাংশ, অলটেক্সের ৪.০৮ শতাংশ, সোস্যাল ইসলামী ব্যাংকের ৩.৮৫ শতাংশ, এস আলম কোল্ড রোল্ড স্টিলের ৩.৭৪ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৩.৬৪ শতাংশ ও উত্তরা ফাইন্যান্সের ৩.৬০ শতাংশ দর কমেছে।
বাজার বিশ্লেষকদের মতে, কিছু শেয়ারে দ্রুত মুনাফা তুলে নেওয়ার প্রবণতা, আর্থিক প্রতিবেদনের দুর্বলতা কিংবা খাতভিত্তিক অনিশ্চয়তার কারণে এসব কোম্পানির দরপতন ঘটেছে। বিশেষ করে ইনস্যুরেন্স ও ব্যাংকিং খাতের কয়েকটি প্রতিষ্ঠানের দর তুলনামূলকভাবে বেশি কমেছে।
রূপালী ইন্স্যুরেন্স-এর শেয়ারদামে হঠাৎ এমন পতন বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা তৈরি করেছে। পাশাপাশি ন্যাশনাল ব্যাংক, শ্যামপুর সুগার মিলস এবং ড্যাফোডিল কম্পিউটার্স-এর দরেও উল্লেখযোগ্য হ্রাস দেখা গেছে, যা বাজারে কিছুটা নেতিবাচক প্রভাব ফেলেছে।
আজকের লেনদেনে কিছু শেয়ারের ব্যাপক দরপতন সত্ত্বেও বাজারে একটি ভারসাম্যপূর্ণ চিত্র লক্ষ্য করা গেছে। দর কমার পেছনে মৌলিক কারণ বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের সতর্কভাবে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। একইসঙ্গে বাজেটপূর্ব বাজার মনস্তত্ত্ব এবং খাতভিত্তিক কর কাঠামোর সম্ভাব্য পরিবর্তনের দিকেও নজর রাখার তাগিদ দেওয়া হচ্ছে।
Posted ৩:১০ অপরাহ্ণ | রবিবার, ০১ জুন ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.