নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ | 257 বার পঠিত | প্রিন্ট
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৮ জুন) দেশের শেয়ারবাজারে লেনদেন হয়েছে মিশ্র প্রবণতায়। দিনের শুরুতে সূচক উত্থানের মাধ্যমে বিনিয়োগকারীদের মাঝে আশাবাদ তৈরি হলেও, শেষ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তা হতাশায় রূপ নেয়। দিনের শেষভাগে টানা পতনে সূচকের পাশাপাশি টাকার অঙ্কেও লেনদেন কমে যায়।
ডিএসই সূত্রে জানা গেছে, সকাল থেকে সূচক ঘুরে দাঁড়ালেও দুপুর পোনে ১টা থেকে একটানা পতন শুরু হয়, যা বাজার শেষ হওয়া পর্যন্ত অব্যাহত ছিল। ফলে দিনশেষে বিনিয়োগকারীদের আগ্রহ ও প্রত্যাশা হতাশায় পরিণত হয়েছে।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিন শুরু থেকেই ইতিবাচক ধারা অব্যাহত ছিল। সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও বেড়েছে, যা বিনিয়োগকারীদের মাঝে আস্থার ইঙ্গিত দেয়।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৩.৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৩৯.৬৮ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১১.৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৩.৮০ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৭.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৭০.২১ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৬৭টির দর বেড়েছে, ২৭৬টির দর কমেছে এবং ৫৪টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৩১৩ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪১৭ কোটি ৩৭ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১০৩ কোটি ৭৫ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ১১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৯ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭০টির, কমেছে ৯৩টির এবং পরিবর্তন হয়নি ২৬টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ০.৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ২৪৫.৭৯ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৭৫.৬১ পয়েন্ট বেড়েছিল।
Posted ৬:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.