বুধবার ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে শেয়ারবাজার সংস্কারে কার্যকর উদ্যোগ নেয়া হবে : খন্দকার রাশেদ মাকসুদ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪ | 109 বার পঠিত | প্রিন্ট

টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে শেয়ারবাজার সংস্কারে কার্যকর উদ্যোগ নেয়া হবে : খন্দকার রাশেদ মাকসুদ

শেয়ারবাজারে গঠিত টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রমের মাধ্যমে শেয়ারবাজারের সংস্কার বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ওয়ালটন গ্রুপের শীর্ষ কর্তাদের সাথে এক বৈঠকে তিনি এ কথা বলেন। রাজধানীর আগারগঁওয়ে সিকিউরিটিজ ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বিএসইসি চেয়ারম্যান বলেন, শেয়ারবাজারে তালিকাভুক্তির মাধ্যমে কোম্পানির সুফল জনসাধারণের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হয়। দেশের বৃহৎ ব্যক্তি উদ্যোগের কোম্পানি ও গ্রুপগুলো তাদের প্রতিষ্ঠানকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে শেয়ারবাজারে তালিকাভুক্তির মাধ্যমে। এর মাধ্যমে প্রতিষ্ঠানের পাশাপাশি দেশের জনসাধারণও উপকৃত হবেন।

খন্দকার মাকসুদ বলেন, ওয়ালটন বাংলাদেশের সর্বোচ্চ কর ও ভ্যাট দাতাদের মধ্যে একটি এবং দেশের অর্থনীতিতে এর শক্তিশালী প্রভাব রয়েছে। বিভিন্ন খাতে ওয়ালটনের প্রতিষ্ঠিত কোম্পানির রয়েছে এবং সেগুলো দেশে ও বিদেশে সুনামের সাথে ব্যবসা করছে।

কোম্পানিগুলোতে প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিতে শেয়ারবাজারে তালিকাভুক্তির বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

শেয়ারবাজারের স্বার্থে বাজারে ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির তালিকাভুক্তি প্রয়োজন এবং এই লক্ষ্যকে সামনে রেখে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি আন্তরিকভাবে কাজ করছে। এরই প্রেক্ষিতে দেশের স্বনামধন্য গ্রুপ ওয়ালটনের শীর্ষ কর্তাদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। দেশের অন্যতম বৃহৎ গ্রুপ ওয়ালটন এর অধীনে থাকা মৌলভিত্তিসম্পন্ন বৃহৎ ও লাভজনক কোম্পানিগুলোকে কিভাবে শেয়ারবাজারে তালিকাভুক্ত করা যায় তার সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়।

ওয়ালটনের সাথে আলোচনায় অন্যান্যের মধ্যে শেয়ারবাজারের মাধ্যমে দীর্ঘমেয়াদী অর্থায়ন, আইপিও অনুমোদন ও তালিকাভুক্তির প্রক্রিয়া সহজীকরণসহ বিভিন্ন বিষয় আলোচনা হয়। এসময় শেয়ারবাজারে ওয়ালটন এর ফ্রি ফ্লোট শেঃয়ার বৃদ্ধি, ব্যাংক ঋণের পরিবর্তে শেয়ারবাজারের মাধ্যমে অর্থায়ন, সাসটেইনেবল ও গ্রিন বন্ডের মাধ্যমে অর্থায়ন ইত্যাদি বিষয় আলোচনা হয়েছে। এসময় ওয়ালটন গ্রুপের অ্যঅসেট ম্যানেজমেন্ট কোম্পানির বিষয় কথা হয় এবং তাদের মিউচ্যুয়াল ফান্ডের মাধ্যমে ফান্ড সংগ্রহ করে শেয়ারবাজারে নতুন বিনিয়োগ আনায়নের বিষয়ে আলোচনা হয়।

এ সময় বিএসইসির কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম, ওয়ালটনের চেয়ারম্যান এস এম শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এসএম মাহবুবুল আলম, ও সিএফও মোঃ জিয়াউল আলম, সিনিয়র নির্বাহী পরিচালক ও কোম্পানি সচিব মোঃ রফিকুল ইসলাম এবং ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম রেজাউল আলম উপস্থিত ছিলেন।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com