নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৮ আগস্ট ২০২৪ | 227 বার পঠিত | প্রিন্ট
খন্দকার রাশেদ মাকসুদকে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
রোববার (১৮ আগস্ট) এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
এর আগে, খন্দকার রাশেদ মাকসুদ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও ছিলেন। রাশেদ মাকসুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ফিন্যান্সে এমবিএ সম্পন্ন করে ১৯৯২ সালে আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে কর্মজীবন শুরু করেন।
স্ট্যান্ডার্ড ব্যাংকে যোগদানের আগে তিনি এনআরবিসি ব্যাংক লিমিটেডের এমডি এবং সাত বছর সিটি ব্যাংক এনএ বাংলাদেশের এমডি ও সিটি কান্ট্রি অফিসার হিসেবে দায়িত্বরত ছিলেন।
শেয়ারবাজার২৪
Posted ১১:৪১ অপরাহ্ণ | রবিবার, ১৮ আগস্ট ২০২৪
sharebazar24 | sbazaradmin
.
.