নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৬ মে ২০২৫ | 206 বার পঠিত | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ওয়ান ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ধরনের লভ্যাংশ ঘোষণা করেনি, যা বিনিয়োগকারীদের মধ্যে হতাশা তৈরি করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ব্যাংকটি চলতি অর্থবছরের জন্য শূন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। ফলে বিনিয়োগকারীরা এবার কোম্পানিটির মুনাফা থেকে কোনো নগদ বা বোনাস লভ্যাংশ পাচ্ছেন না।
শেয়ারপ্রতি আয় ও সম্পদমূল্য
সমাপ্ত অর্থবছরে ওয়ান ব্যাংকের শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ২৪ পয়সা, যা আগের বছরের তুলনায় তুলনামূলকভাবে কম নয়। তবে ব্যাংকটি লাভ করলেও শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত অনেককে অবাক করেছে।
এছাড়া, আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ২২ টাকা ৪৩ পয়সায়।
বার্ষিক সাধারণ সভা ও রেকর্ড ডেট
ওয়ান ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হবে আগামী ১৪ আগস্ট, সকাল ১১টায়। এজিএমের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ জুন, ২০২৫।
বিশ্লেষকদের মতে, ব্যাংকটি যদি মুনাফা অর্জন করেও ডিভিডেন্ড না দেয়, তাহলে সেটি প্রতিষ্ঠানটির পুঁজিগত নীতিমালা, খেলাপি ঋণের চাপ বা মূলধন সংরক্ষণ পরিকল্পনার ইঙ্গিত হতে পারে—যা ভবিষ্যতে বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হয়ে উঠতে পারে।
Posted ৬:৫৬ অপরাহ্ণ | সোমবার, ২৬ মে ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.